মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর বাবার আত্মসমর্পণ

  • ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরে কাউসার (২৪) নামে এক মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে হাজির হয়েছেন বৃদ্ধ বাবা। পরে পুলিশের কাছে বিষয়টি জানিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

বুধবার (৩ এপ্রিল) সকালে জেলার কালিগঞ্জ উপজেলাধীন জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত বাবা আব্দুর রশিদকে (৭৫) আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

পরিবার সূত্রে জানা যায়, নিহত কাউসার দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া ও ভাঙচুরসহ জমি বিক্রি করতে তার বাবাকে অত্যাচার করে আসছিল। গত মঙ্গলবার রাতে নেশার জন্য জমি বিক্রি করে টাকা দাবি করে ছেলে। এতে তার পরিবার রাজি না হলে বাবা মা কে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। পরে বুধবার ভোর রাতে মাদকাসক্ত ছেলেকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন বাবা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেকে কুপিয়ে হত্যার পর তার পিতা থানায় এসে ঘটনার বর্ণনা দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করা হয়।