অবৈধ খাল দখল উচ্ছেদের দাবিতে অবস্থান ধর্মঘট



স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম
খুলনায় অবস্থান ধর্মঘট, ছবি: বার্তা২৪

খুলনায় অবস্থান ধর্মঘট, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

খুলনার ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেন সংস্কার করে জলাবদ্ধতা দূরীকরণের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে এ উপলক্ষে নগরীর হাদিস পার্ক সংলগ্ন নগর ভবনের সম্মুখে অবস্থান ধর্মঘট ও পরে সিটি মেয়রকে স্মারকলিপি প্রদান করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশাররফ হোসেন। এ সময় অবস্থান ধর্মঘট পরিচালনা করেন সংগঠনের মহাসচিব শেখ আশরাফ উজ-জামান।

ধর্মঘট থেকে খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদী পুনঃখনন, ২২টি খালের দখল উচ্ছেদ, ভরাট হয়ে যাওয়া ড্রেন সংস্কার, ফুটপাত থেকে হকার উচ্ছেদ, সরকারি-বেসরকারি পুকুর-জলাশয় সংরক্ষণ, যানজট নিরসনসহ পরিচ্ছন্ন নগরী গড়তে পরিকল্পিতভাবে কার্যক্রম গ্রহণের দাবি জানানো হয়।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নিকট সকল দাবি উপস্থাপন করে স্মারকলিপি প্রদান করা হয়।

ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিপিবির শাহাদাত হোসেন, আইনজীবী সমিতির সভাপতি নুরুল হাসান রুবা, সুজনের আহ্বায়ক এড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, ইকবাল হোসেন রাজু, মিজানুর রহমান লালু, নারী নেত্রী রসু আক্তার, আব্দুল হাকিমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

   

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) সকালে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৩৫) একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। পেশায় তিনি দিনমজুর। ব্যক্তিগত জীবনে হাবিবুর রহমান বিবাহিত এবং দুই সন্তানের পিতা। পাশাপাশি বাবা-মা, এক ছোট ভাই ও স্ত্রী সন্তান সহ ৭ সদস্যের ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

ভূরুঙ্গামারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। যেখানে তার মরদেহ ঝুলে থাকতে দেখা যায় সেখানে মাছ ধরার জাল ছিলো। সেই জালের দড়ি দিয়েই তাকে ঝুলতে দেখা গেছে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, নিহত হাবিবুর রহমান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। দীর্ঘদিন ধরে তার বৃদ্ধ বাবা-মা অসুস্থ থাকায় ব্যয়ের বোঝা বেড়ে যায়। এছাড়াও তার ছোট ভাইও তার উপর নির্ভরশীল। দিনমজুরের কাজ করে তেমন আয়ও হচ্ছিলো না। দীর্ঘদিন থেকে তিনি মানসিক চাপে ভুগছিলেন। আজ ভোরে মাছ ধরার উদ্দ্যেশ্যে বাড়ি থেকে জাল নিয়ে বের হলে কিছুক্ষণ পরেই তাকে একটি নালার উপরে গাছের সাথে জালের দড়ি দিয়ে ঝুলতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে এবং মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

;

সাতক্ষীরায় ভয়াবহ লোডশেডিং, প্রচণ্ড গরমে নাকাল মানুষ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সাতক্ষীরা
লোডশেডিংয়ে কুপি জ্বালিয়ে রান্না/ ছবি: বার্তা২৪.কম

লোডশেডিংয়ে কুপি জ্বালিয়ে রান্না/ ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

হঠাৎ ভয়াবহ লোডশেডিংয়ের কবলে পড়েছে সাতক্ষীরা জেলাবাসী। একদিকে তীব্র তাপদাহ আর অন্যদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাকাল হয়ে পড়েছে জেলার ২৪ লক্ষাধিক মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুতের লুকোচুরিতে তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এদিকে রাতে প্রচণ্ড গরমে ঘুমাতে পারছেন না শিশু এবং বয়স্ক মানুষজন।

অন্যদিকে লোডশেডিংয়ের কারণে জেলার বিসিক শিল্পনগরীতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

সাতক্ষীরা শহরের সরকারপাড়া এলাকার বাসিন্দা আব্দুল বারি জানান, জেলায় তীব্র তাপদাহ চলছে, তার উপর ভয়াবহ লোডশেডিং শুরু হওয়ায় সাধারণ মানুষজন নাকাল হয়ে পড়েছেন। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষজন অসুস্থ্য হয়ে পড়ছে। তাছাড়া আগামী ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এখন যদি শিক্ষার্থীরা ঠিকমত পড়াশুনা করতে না পারে তাহলে পরীক্ষাতে ক্ষতির সম্মুখিন হতে হবে তাদের।

পার্শ্ববর্তী কাটিয়া এলাকার বাসিন্দা শিক্ষক হাবিবুর রহমান বলেন, অসহনীয় গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে সাধারণ মানুষজন অতিষ্ট হয়ে পড়েছে। গরমের যন্ত্রণায় রাতের ঘুম নষ্ট হয়ে মানুষজন রাস্তায় রাস্তায় বেরোচ্ছেন।

সাতক্ষীরা বিসিক শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক গৌরব দাশ বলেন, বিসিকে উৎপাদনশীল ৪২টি কারখানা রয়েছে। গত তিন দিন যাবত ঘনঘন লোডশেডিংয়ের কারণে এসব শিল্প কারখানাগুলোতে মারাত্মকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি দ্রুত বিদ্যুৎ স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মঞ্জরুল আকতার জানান, জেলায় তাদের ৬ লাখ ২৪ হাজার গ্রাহকের বিদ্যুতের চাহিদা রয়েছে ১১০ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ৬৮ মেগওয়াট। ঘাটতি থাকছে ৪২ মেগাওয়াট। ফলে গ্রাহকের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

অন্যদিকে সাতক্ষীরা পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রহমান জানান, তার অধিনে সাতক্ষীরাতে ৫৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ১৯ মেগাওয়াট। সেখানে পাওয়া যাচ্ছে ১৫ মেগওয়াট। এতে করে ঘাতটি থাকছে ৪ মেগাওয়াট। শহরের ১১টি ফিডার রয়েছে। যা থেকে পর্যায়ক্রমে লোডশেডিং ওঠানামা করা হয়। তবে কবে নাগাত বিদ্যুৎ স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

;

লালমনিরহাটে সেতুর নিচে পড়ে ছিল অর্ধগলিত মরদেহ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাটে মহাসড়কের পাশে সেতুর নিচ থেকে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জুড়াবান্ধা বসুনিয়া বাড়ি এলাকার সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের জুড়াবান্ধা বসুনিয়া বাড়ি এলাকায় সেতুর নিচে অর্ধগলিত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন করে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

উপস্থিত জনতা কেউ মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করতে পারেনি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

;

মানিকগঞ্জে আইনজীবীকে মারধর: হামলাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

মানিকগঞ্জে এক আইনজীবী ও তার পরিবারের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার (২৬ জুন) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকার প্রায় শতাধিক মানুষ এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, হামলাকারীরা সমাজের চিহ্নিত মাদক কারবারি, তারা বিভিন্ন সময়ে চাঁদাবাজি করে বেড়ায়। গত ঈদুল আজহার রাতে অ্যাডভোকেট মুরাদসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা করে। হামলার ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।

;