বরিশালে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বরিশাল নগরীর কাউনিয়া মেইনরোড এলাকার একটি বাসা থেকে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

পুলিশের ধারণা পারিবারিক কলহের জেরে সন্তানকে গলাকেটে হত্যার পর নিজে গলাকেটে আত্মহত্যা করেছেন বাবা।

নিহতরা হলেন, নাঈম হাওলাদার ও তার সাড়ে ৫ বছরের মেয়ে রাবেয়া রসরী রোজা। তারা বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংকি এলাকার বাবুল হাওলাদারের স্বপ্ন বিলাস বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া ছিলেন।

বিজ্ঞাপন

নিহতদের স্বজনরা জানিয়েছে, নাঈম হাওলাদারের ৪ মাস আগে স্ত্রী অনা আক্তারের সঙ্গে ডিভোর্স হয়। এরপর থেকে অনা আক্তার মেয়ে রোজাকে নিজের কাছে নিতে স্বামীকে চাপ দেয়। এনিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এতে নাঈম মানসিকভাবে বিকারগ্রস্ত ছিল।

পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে এঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে বলা যাবে। ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি কাজ করছে।

বরিশাল কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, লাশের সুরতহাল শেষে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।