ঢাকার বাইরে থেকে লবণযুক্ত চামড়া ঢুকছে ট্যানারিতে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
সাভার চামড়া শিল্প নগরী, ছবি: বার্তা২৪.কম

সাভার চামড়া শিল্প নগরী, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সাভার বিসিক চামড়া শিল্প নগরীতে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণের কার্যক্রম। দেশের বিভিন্ন স্থান থেকে কেনা লবণযুক্ত চামড়া ঢুকছে ট্যানারির বিভিন্ন কারখানায়। এনিয়ে কর্মব্যস্ত সাভার চামড়া শিল্প নগরী।

সোমবার (২৪ জুন) দুপুরে সাভার চামড়া শিল্প নগরীতে ঘুরে দেখা যায়, ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে লবণযুক্ত পশুর চামড়া বোঝাই ট্রাক ঢুকছে ট্যানারিতে।

চামরা শিল্প নগরীতে ট্যানারিগুলো ঘুরে দেখা যায়, লবণযুক্ত চামড়াগুলো থেকে এখন বাড়তি অংশ বাদ দিয়ে সেগুলোকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত করা হচ্ছে। চামড়াগুলোকে সোকিং করার পর সেগুলোকে ওয়েট ব্লু প্রসেস করা হবে, যেখানে রাসায়নিক ব্যবহার করে চামড়া থেকে পশম ছাড়িয়ে তাতে প্রয়োজনীয় রং করা হয়। পরবর্তীতে ক্রাস্ট ও ফিনিস লেদার হিসেবে তা বিক্রি করা হবে।

আগামী কয়েক মাস এভাবেই লবণযুক্ত চামড়া সংগ্রহ করবেন ট্যানারি মালিকরা। এছাড়া অনুকুল পরিবেশ থাকায় এবার ১ কোটি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী মালিকরা।

লবণযুক্ত চামড়া ঢুকছে ট্যানারির বিভিন্ন কারখানায় 

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বার্তা২৪.কমকে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার চামড়া আমরা প্রথম গ্রহণ করেছি। ঢাকার বাইরের চামড়া আজ থেকে সংগ্রহ শুরু হয়েছে। এটা দুই থেকে আড়াই মাস চলবে। দেশ জুড়ে সার্বিক অবস্থা ভালো রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই সচেতন।

তিনি আরও বলেন, বিশেষ করে লবণের সরবরাহ ছিল ভালো। সবখানে লবণ দিয়ে চামড়া ভালোভাবে সংরক্ষণ করা হয়েছে। চামড়ার মানও ভালো। যথাসময়ে সঠিকভাবে যারা চামড়া সংরক্ষণ করেছে তারা সরকারের বেঁধে দেওয়া ন্যায্য দাম পাবেন। আমরা ঢাকাতে যে লক্ষ্যমাত্রা নিয়েছিলাম, প্রাথমিকভাবে তা অর্জিত হয়েছে। ঢাকার বাইরেও খোঁজ নিয়েছি, আশা করছি লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমরা আশা করি এভাবে চামড়া যারা সংগ্রহ করেছে, তাদের কাছ থেকে সরাসরি চামড়া সংগ্রহ শুরু করেছি। দ্রুত সব চামড়া সংরক্ষণে সক্ষম হবো।

লক্ষ্মীপুরে রাসেলস ভাইপার ভেবে মারা হলো অন্য সাপ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে রাসেলস ভাইপার ভেবে মারা হলো অন্য সাপ

লক্ষ্মীপুরে রাসেলস ভাইপার ভেবে মারা হলো অন্য সাপ

  • Font increase
  • Font Decrease

মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগরে বহুল আলোচিত বিষধর 'রাসেলস ভাইপার' সাদৃশ্য একটি সাপ দেখা গেছে। সাপটি দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলেছে পথচারীরা।

শুক্রবার (২৮ জুন) সকালে উপজেলার মাতাব্বরহাট বেড়িবাঁধের পশ্চিমে মেঘনা নদীর তীরে সাপটি দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কয়েকজন পথচারী ঘটনাস্থল দিয়ে যাচ্ছিল। এসময় রাসেলস ভাইপার সাদৃশ্য সাপটি তাদের নজরে পড়ে। এতে তাৎক্ষণিক তারা লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে মেরে ফেলে।

উপজেলা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রিমন রাজু বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। সেখানে সাপটি এখনো পড়ে আছে। দেখতে রাসেলস ভাইপারের মতো হলেও এখনো নিশ্চিত নই।

কমলনগর উপজেলা বন কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, সাপটিকে মেরে ফেলা হয়েছে। তবে সাপটি রাসেলস ভাইপার ছিলো না। রাসেলস ভাইপারের ধরণের সঙ্গে এর অধিকাংশই মিল নেই। এটি অন্য কোন প্রজাতির সাপ। তবে নামটি আপাতত বলতে পারছি না।

;

কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসে দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কিশোরগঞ্জের হাওরে ঘুরতে এসে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিন বন্ধু দুর্ঘটনার শিকার হয়েছে। এতে একজন নিহত ও দুজন মারাত্মক আহত হয়েছে।

জেলার বাজিতপুর উপজেলায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে মারা যায়।

শুক্রবার (২৮ জুন) সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ইয়াসিন হাসান (১৮) পাশ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের উত্তর খামের এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় একই এলাকার আকবর আলি সিফাত (১৮) ও মাসুদ মিয়ার ছেলে সানজিদ (১৯) আহত হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টার দিকে বাজিতপুর-সরারচর সড়কের উপজেলার পৈলনপুর এলাকায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয় এবং দুই আরোহী গুরুতর আহত হয়।

আহত দু’জনকে উদ্ধার করে উপজেলার ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

;

চুয়াডাঙ্গায় পৃথক ট্রেন দুর্ঘটনা, প্রতিবন্ধী যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে ট্রেন দুর্ঘটনায় আলামিন হোসেন (২৮) নামের এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক জখম হয়েছেন ইসরাফিল হোসেন (৪০) নামের এক আলমসাধু চালক। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা সদরের গাইদঘাট ও দুপুর ১২টার দিকে দামুড়হুদার দুধপাতিলা এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ডিহি কৃষ্ণপুর গ্রামের ঝণ্টুর ছেলে এবং আহত ইসরাফিল হোসেন আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাট গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাকপ্রতিবন্ধী আলামিন হোসেন দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে নানার বাড়িতে এসেছিলেন। সেখান থেকে দুপুর ১২টার দিকে বাড়ি ফিরছিলেন। দুধপাতিলা রেললাইনের পাশে পৌঁছালে কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। মারাত্মক জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ।

দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, শুক্রবার দুপুরে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছেন। আমরা তার লাশ উদ্ধার করেছি। নিহতর পরিবারের কোনো অভিযোগ না থাকলে ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে। পরবর্তী আইনানুগ বিষয়টি প্রক্রিয়াধীন।

এদিকে, শুক্রবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় ট্রেনের সাথে ইঞ্জিনচালিত অবৈধ যান আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে চালক ইসরাফিল হোসেন জখম হয়েছেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে ড্রাগন ফল বোঝাই একটি আলমসাধু গাইদঘাট গ্রামের অরক্ষিত রেললাইন পার হচ্ছিল। এসময় এই লাইনে দিয়ে রূপসা এক্সপ্রেস ট্রেন আসছিল। কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আলমসাধুর সংঘর্ষ হয়। আলমসাধু দুমড়ে-মুচড়ে রেললাইনের একপাশে পড়ে। এতে আলমসাধু চালক ইসরাফিল হোসেন মারাত্মক জখম হন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, ট্রেন দুর্ঘটনায় ইসরাফিল নামের এক ব্যক্তি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রাগন বোঝায় একটি আলমসাধুর সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, নিশ্চিত করে বলতে পারছি না।

;

খাগড়াছড়িতে ‘বিপন্ন’ হিল ময়না উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, খাগড়াছড়ি
প্রজাতির হিল বা পাহাড়ি ময়না

প্রজাতির হিল বা পাহাড়ি ময়না

  • Font increase
  • Font Decrease

খাগড়াছড়ি থেকে ৬টি বিপন্ন প্রজাতির হিল বা পাহাড়ি ময়না উদ্ধার করেছে বন বিভাগ। পাখিগুলোকে একটি চক্র খাগড়াছড়ি থেকে ফেনীতে পাচার করছিল।

শুক্রবার (২৮ জুন) সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি শহরের একটি বাস কাউন্টার থেকে বিপন্ন প্রজাতির এসব পাখি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা। 

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়র ফেনীগামী একটি যাত্রীবাহী বাস থেকে বাচ্চাসহ ৬ টি হিল ময়না উদ্ধার করি। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। ময়নাগুলো উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।'

এসম তিনি আরো বলেন, ‘হিল ময়নাসহ যেকোন বন্যপ্রাণী পাচার রোধে বন বিভাগ কাজ করছে। গত ৪ বছরে বিপন্ন প্রায়  লজ্জ্বাবতী বানর, গয়াল, বন বিড়াল, মায়া হরিণ,তক্ষক, হিল ময়না ৩১টি বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করেছে খাগড়াছড়ি বন বিভাগ।'

প্রসঙ্গত, হিল ময়না ২০১২ সালের বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংরক্ষিত। 

;