বিমানের টিকেটে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ চায় সংসদীয় কমিটি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবার, টিকিটের মূল্য অনিয়ম প্রক্রিয়া বন্ধকরণের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। স্থায়ী কমিটির বৈঠকে বিমানের ফ্লাইট সিডিউলের সাম্প্রতিক পরিস্থিতি এবং মানোন্নয়নে কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) দ্বাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠকে এই রিপোর্ট জানতে চেয়েছে। বৈঠক কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, আনোয়ার হোসেন খান, আশেক উল্লাহ রফিক, শেখ তন্ময়, মাহমুদ হাসান ও মো. খসরু চৌধুরী অংশগ্রহণ করেন।

স্থায়ী কমিটির বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর অর্গানোগ্রাম অনুযায়ী জনবল কাঠামো, অনুমোদিত জনবল, শূন্য পদের বিবরণ ও নিয়োগ কার্যক্রম, আউটসোর্সিং জনবল নিয়োগের বিধি বিধান সম্পর্কে আলোচনা হয়।

এসময় স্থায়ী কমিটি বিমানের যেসব ভূমি বা ভূসম্পত্তি অব্যবহৃত রয়েছে সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে বলা হয়। পাশাপাশি যে সমস্ত এয়ারক্রাফটের ত্রুটি আছে তা শনাক্ত করে ত্রুটি অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।

সংসদীয় কমিটির বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যানজট-গরমে নাকাল রাজধানীবাসী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
যানজটে নাকাল রাজধানীবাসী

যানজটে নাকাল রাজধানীবাসী

  • Font increase
  • Font Decrease

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৭ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট লক্ষ্য করা গেছে। একদিকে যানজট, অন্যদিকে তীব্র গরমে নাজেহাল হতে হচ্ছে যাত্রী সাধারণের।

ট্রাফিক বিভাগ বলছে, সকাল থেকেই যানবাহনের চাপ বেশি, যে কারণে অলিগলিসহ রাজধানীর প্রধান সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে।

এদিকে, শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন ও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে রাজধানীতে যানজট হতে পারে বলে আগেই সতর্ক করেছিল পুলিশ। বিশেষ করে মধ্য ও দক্ষিণ ঢাকায় চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ ছিল পুলিশের।

ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, বেলা ৩টায় ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে রথযাত্রা।

সকাল থেকে রাজধানীর বনানী রোডে শুরু হয় যানজট। গণপরিবহনসহ বিভিন্ন পরিবহন যানজটে আটকে থেকে কিছু সময় পর পর সামনের দিকে এগোতে থাকে। বনানী থেকে জ্যাম পেরিয়ে মহাখালী আসতেই প্রায় ১ ঘণ্টা পার হয়ে যাচ্ছে। এছাড়া বিজয় সরণি ফার্মগেট পার হতে লাগছে আর এক ঘণ্টা। একদিকে দীর্ঘ যানজট অন্যদিকে গরমে হাঁসফাঁস করছে নগরবাসী।

মহাখালী-বিমানবন্দর সড়কে তীব্র যানজট


সরেজমিনে বনানী, মহাখালী, কাওরান বাজারসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কাজে বের হওয়া মানুষ যানজটের কারণে বাসে উঠছে না, আবার যারা বাসে করে যাচ্ছিলেন যানজট তীব্র হওয়ায় তারাও বাস থেকে নেমে হাঁটা শুরু করছেন।

আজওয়াদ রহমান নিহান। খিলক্ষেত থেকে বাংলামোটর প্রতিদিন অফিসে আসতে তার এক ঘণ্টা লাগলেও আজকে তিনি ২ ঘণ্টাতেও গন্তব্যে পৌঁছাতে পারেননি। শুধু আজওয়াদ রহমান নয়; এ চিত্র কাজে বের হওয়া প্রতিটি মানুষের।

গন্তব্যে পৌঁছানোর প্রায় দেড় থেকে ২ ঘণ্টা হাতে সময় নিয়ে বেরিয়েছিলেন রাসেল আহমেদ। বিমানবন্দর থেকে মহাখালী আসতেই তার ২ ঘণ্টা শেষ। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দিনের বেশিরভাগ সময় এখন রাস্তাতেই কেটে যাচ্ছে। বাসা থেকে অফিস যেতে আর অফিস থেকে বাসায় ফিরতে প্রতিদিন পথেই সময় যায় ৫ ঘণ্টা।

যানজটে নাকাল বাস ও সিএনজি চালকরা বলছেন, প্রতিদিনই যানজটের এই মাত্রা ছাড়িয়ে যাচ্ছে সহনীয় পর্যায়।

;

কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগী না হয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটাবিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা দেখেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৭ জুলাই) গণভবনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা বাতিল করার আন্দোলন করছে। যারা এর আগে আন্দোলন করেছিল তারা আগে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কত পাস করত, এখন কত করছে। এটা সাবজুডিস ম্যাটার, আদালতে বিচারাধীন। আদালতের রায়ের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। এ আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, আমরা সবসময় হাইকোর্টের রায় মেনে নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, কোটাবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। লেখাপড়া বাদ দিয়ে কোটাবিরোধী আন্দোলন করছে, সেখানে মেয়েরাও আন্দোলন করে।

শেখ হাসিনা বলেন, রাজনীতিবিদসহ সবার সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া দরকার। বিএনপি সমাজের বোঝা, তাদের সন্ত্রাসী চেহারা মানুষের সামনে তুলে ধরতে হবে। বিএনপি-জামায়াত যেন আর ক্ষমতায় ফিরতে না পারে, সেজন্য মানুষকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশকে একটি উচ্চ আসনে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তার সরকার জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। বিএনপি ভোটচুরি করে ক্ষমতায় এসেছিল। দেশের মানুষ ভোট চোরদের ক্ষমতায় থাকতে দেয় না। ভোট চুরির অপরাধে খালেদা জিয়াকে দুইবার পদত্যাগ করতে হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা। নারীর ক্ষমতায় ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যুব মহিলা লীগ সব সময় ভূমিকা পালন করেছে। দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি।

;

র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের মূলহোতা মিতু গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
মিতুকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে

মিতুকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে

  • Font increase
  • Font Decrease

গাজীপুরে ভুয়া র‍্যাব পরিচয়ে ডাকাতির অন্যতম মূলহোতা মিতুকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (৭ জুলাই) দুপুরে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (অপস্ এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

ঘটনার বিবরণ তুলে ধরে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, গত ৬ জুন বিকালে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে ভুয়া র‌্যাব পরিচয়ে কারখানার ৩ জন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা ছিনতাই করে। পরে সেই ঘটনায় কারখানা কর্তৃকপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা করেন। যা এলাকা জুড়ে আলোচনার সৃষ্টি হয়। এরপর ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শনিবার (৬ জুলাই) রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১ এর আভিযানিক দল সংঘবদ্ধ ডাকাত দলটির অন্যতম প্রধান আসামি দুর্ধর্ষ নারী সদস্য মিতুকে গ্রেফতার করেছে।

যেভাবে ছিনতাই করে মিতু চক্র

গ্রেফতারের পর মিতুর দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব জানায়, মিতু ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত আসামি মো. রুবেল ইসলামের পূর্ব পরিচিত। রুবেলের মাধ‌্যমেই এই মিতু ডাকাতির সাথে জড়িয়ে পড়ে। কাস্টমার সেজে সে ব্যাংকের ভেতর নজর রাখত কারা ব্যাংক থেকে বড় অংকের টাকা তুলছে এবং তুলনামূলকভাবে সহজ টার্গেট কারা। এভাবে যাচাই-বাছাই করে ব্যাংকের ভেতর থেকেই মিতু টার্গেট মার্ক করত এবং টার্গেট কনফার্ম করে দলের অন্যান্য সদস্যদের ফোন করে বা মেসেজ করে জানাত। পরবর্তীতে টার্গেট ব্যাংক থেকে টাকাসহ বের হলে মিতু ঐ টার্গেট ব্যক্তিকে ফলো করে বাইরে আসত। এরা ইশারার মাধ্যমে বাইরে লুক আউটম্যানকে টার্গেট দেখিয়ে দিত। অত্যন্ত ধূর্ত এই মিতু টার্গেটের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনত এবং টার্গেটের রুট প্ল্যান বোঝার চেষ্টা করত। মূলত মিতুর কাজ ছিল ডাকাতের দলের বাকি সদস্যদের কাছে টার্গেটকে মার্ক করে দেয়া এবং টার্গেটের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা। 

উল্লেখ্য, এই ডাকাতির ঘটনায় এর আগে গত ১২ জুন আরেকটি অভিযানে র‍্যাব-১ এই সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মিতু দীর্ঘদিন যাবত এ সংঘবদ্ধ ডাকাতদলের কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই ডাকাতির সাথে এবং সংঘবদ্ধ ডাকাত দলটির সাথে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। ডাকাত মিতুকে থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

;

বন্যায় বিলীন জব্বারের বসতঘর, পুকুরের মাছ হারিয়ে নিঃস্ব সালাম



সোহানুর রহমান সোহান, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে গেছে মো. আব্দুল সালামের পুকুর পাড়। ছবি: বার্তা ২৪

পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে গেছে মো. আব্দুল সালামের পুকুর পাড়। ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

জুন মাসের মাঝামাঝি সময়ে সুনামগঞ্জে নেমে আসে বন্যা নামক প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগে সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে দোয়ারাবাজার উপজেলা। আক্রান্তদের একজন উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা বাজারের আজবপুর গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার। দুই ছেলে, স্ত্রী আর মা'কে নিয়ে ক্ষুদে ব্যবসায়ী জব্বারের সংসার। খাসিয়া নদীর পাড়ে রাবার ড্যামের কাছে ছিল তার ঘর। ১৬ জুনের বিভীষিকাময় দিনটি মূহুর্তের মধ্যে কেড়ে নেয় জব্বারের বসতঘর। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির স্রোতে দুমড়ে-মুচড়ে পানিতে ভেসে বিলীন হয়ে গেছে তার বসতঘর। পাহাড়ি ঢলের তাণ্ডবের শিকার হয়ে খোলা আকাশের নিচে এখন জব্বার ও তার পরিবার।

জব্বার বলেন, 'যখন বন্যা আসে তখন আমি ঘরেই ছিলাম। যখন দেখলাম খাসিয়ামারা নদীর পানি বাড়তেছে সড়কে আসলাম। হুট করে মুহুর্তের মধ্যেই ৫ মিনিটেই আমার ঘরটা নিশ্চিহ্ন হয়ে যায় । ঘরের কাছে গাছপালা যা ছিল সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। স্রোতের এমন বিকট শব্দ ছিল যে যখন ঘরের সবকিছু ভাসিয়ে নিয়ে যায় ভয়ে তখন ঘরের কাছাকাছিও যেতে পারিনি। ঘর বাঁচানোর চেয়ে জীবন বাঁচানো বড় ছিল। স্ত্রী সন্তানদের নিয়ে কোনমতে জীবনটা বাঁচাইছি। চোখের সামনে আমার ঘর বিলীন হয়েছে আমি কিছু করতে পারিনি। এখন নিরুপায় হয়ে আমার ভাইয়ের বাড়িতে আছি। আমার ঘরটি নতুন করেছি। এই ঘরের কারণে আমি এখনো ঋণগ্রস্ত। আমি সরকারের সহযোগিতা চাই।'


একই উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের বাসিন্দা মো. আব্দুল সালাম। তার দু'টি পুকুরে ২-৩শ' গ্রাম ওজনের মাঝারি সাইজের প্রায় ৫ টন মাছ ছিল বলে জানান তিনি। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। মাছ চাষের শুরুর দিকেই বন্যায় তলিয়ে যায় তার ২টি পুকুর। এক রাতেই পাহাড়ি ঢলের পানির তোড়ে ভেসে যায় পুকুর পাড়। নদী আর পুকুরের পানি মিলে মিশে হয় একাকার। ঢলের জলে দুটি পুকুরের মাছ হারিয়ে এখন নিঃস্ব সালাম।

ব্যাংক ঋণ নিয়ে চাষ করা মাছ হারিয়ে ঋণ কিভাবে শোধ করবেন সেই চিন্তার ভাঁজ পড়েছে সালামের কপালে। শুধু ব্যাংকেই নয় দেনা আছে মাছের খাদ্যের দোকানেও। সরকারি সহযোগিতা না পেলে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না বলে জানান তিনি।

আব্দুল সালাম বলেন, 'আমার পুকুরে রুই, মিরকা, কার্প জাতীয় ২-৩শ' গ্রামের মাছ ছিল। সরকারি লোন নিয়ে মাত্র চাষ করছিলাম মাছগুলো। পূবের পানি এসে সব ভাসিয়ে নিয়ে গেছে। নেটিংসহ অনেক কিছু করেছি মাছ আটকানোর জন্য। অনেক মানুষও ছিল কিন্তু কিছুতেই কাজ হয়নি। পানির তোড় এতো বেশি ছিল সবকিছু ছিড়ে গেছে।'

উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষয়ক্ষতির তালিকা করে সরকারের বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সহযোগীতার আশ্বাস জেলা প্রশাসনের।

;