বিশেষ ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন স্পিকার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

বিশেষ ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন স্পিকার।

বিশেষ ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবেন স্পিকার।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা বিশেষ ট্রেনে চড়ে পর্যটন নগরীতে ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এজন্য ঈদ স্পেশাল ট্রেন-৯’ -এ সুপার সেলুন কোচ সংযোজনের অনুরোধ জানিয়ে রেলের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (০৩ জুলাই) দেওয়া এই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপককেও পাঠানো হয়েছে। রেলমন্ত্রীর পর সরকারের এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এই রুটে ট্রেনে ভ্রমণ করবেন।

বিজ্ঞাপন

স্পিকারের একান্ত সচিব (অতিরিক্ত সচিব) এম এ এ কামাল বিল্লাহর সই করা ওই চিঠিতে বলা হয়, 'জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী (এমপি) আগামী ১৮-২০ জুলাই চট্টগ্রাম ও কক্সবাজার জেলা সফর করবেন। সে লক্ষে স্পীকার বিমানযোগে ১৮ জুলাই চট্টগ্রাম গমন করবেন এবং পরবর্তীতে ১৯ জুলাই চট্টগ্রাম হতে কক্সবাজার রেলওয়ের সুপার সেলুন কোচে ভ্রমণের সদয় অভিপ্রায় ব্যক্ত করেছেন। এতপ্রেক্ষিতে আগামী ১৯ জুলাই সকাল ৭টায় চট্টগ্রাম হতে কক্সবাজার অভিমুখী 'ঈদ স্পেশাল ০৯' ট্রেনে একটি সুপার সেলুন কোচ সংযোজন করা প্রয়োজন। উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।'

চট্টগ্রাম রেলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম চৌধুরী বলেন, 'স্পিকার মহোদয় কক্সবাজার স্পেশাল ট্রেনে কক্সবাজার যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। নির্ধারিত দিনে বিশেষ সেলুন কোচ সংযোজন করা হবে।'