ছেলের বিয়েতে ৫০০ টাকা করে দিতে অধ্যক্ষের নোটিশ!

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটক।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটক।

ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কর্মচারীদের দাওয়াত দিয়ে বাধ্যতামূলক ৫০০ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মোহসীন কবীর!

বৃহস্পতিবার (০৪ জুলাই) কলেজের প্রধান সহকারী মামুনের স্বাক্ষর করা একটি নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।

বিজ্ঞাপন

২৪ জুনের সেই নোটিশে বলা হয়েছে, 'কলেজের সব কর্মচারীর জন্য জানানো যাচ্ছে যে, ১২ জুলাই সন্ধ্যা ৭টায় নগরীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে অধ্যক্ষের ছেলের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে আপনি নিমন্ত্রিত।'

আরও উল্লেখ রয়েছে, 'অনুষ্ঠান উপলক্ষে সব কর্মচারীকে শুভেচ্ছা উপহার হিসেবে বাধ্যতামূলকভাবে ৫০০ টাকা কলেজের ক্যাশ সরকার মো. আবুল হোসেনের কাছে ৫ জুলাইয়ের মধ্যে জমাদানের জন্য অনুরোধ করা হলো।'

ফেসবুকে এমন নোটিশ দেখে জাকির হোসাইন নামের একজন লিখেন, ‘স্মার্ট চাঁদাবাজির নমুনা সত্যিই নিদারুণ; এই মুহূর্ত থেকে নিজেকে সত্যি স্মার্ট দেশের নাগরিক মনে হচ্ছে!’

বিয়ের দাওয়াতে যেতে টাকা দেওয়ার নোটিশের বিষয়ে প্রধান সহকারী মামুনের মন্তব্য পাওয়া যায়নি। তবে কর্মচারীদের দাওয়াত দেওয়ার কথা স্বীকার করলেও টাকা নেয়ার এমন তথ্য জানতেন না বলেছেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহসীন কবীর।

তিনি বলেন, ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে কলেজ সংশ্লিষ্ট অনেক অতিথিকে কার্ড এবং মুখে দাওয়াত দিয়েছি। সবাইকে খালি হাতে আসার অনুরোধ করেছি।’

তবে যে বা যারা টাকা নেওয়ার নোটিশ দিয়েছেন, তাদের কারণ দর্শনোর নোটিশ দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন অধ্যক্ষ।