বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর আশ্বাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর আশ্বাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর

বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর আশ্বাস নৌপরিবহন প্রতিমন্ত্রীর

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নদীবন্দর দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (০৪ জুলাই) বিকালে বসন্তপুর নদীবন্দর পরিদর্শন শেষে সন্ধ্যায় এক সুধি সমাবেশে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই আশ্বাস দেন।

বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কে অনুষ্ঠিত এই সমাবেশে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। তিনি যেহেতু বসন্তপুর নদীবন্দর উদ্বোধন করেছেন, তার মানে এটা হয়ে গেছে। এজন্য ভারতের সাথে কথা ও কাজ চালিয়ে যাচ্ছেন এবং অচিরেই বসন্তপুর নদীবন্দর উন্নয়ন প্রকল্প শুরু হবে। এই জনপদের বেড়িবাঁধ সংস্কার, সুপেয় পানিসহ জনকল্যাণমুখী কাজ এগিয়ে যাবে দুর্বার গতিতে।

প্রধানমন্ত্রী দেশের কল্যাণে দুই দুইবার ভারত সফর করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরে ট্রেন, বিমান ও নৌ চলাচলের নানা বিষয়ে কথা হয়েছে, পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ভারত যুদ্ধকালীন সময়ে আমাদের সহযোগিতা করেছিলে, একারণেই আমাদের বন্ধুত্ব অটুট রাখতে চাই উল্লেখ করে তিনি বলেন, তাই বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে নয়। বরং জামায়াত-বিএনপিই দেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করে। তাদেরকে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা যখন আছেন, বাংলাদেশের মাটি মানুষের উন্নয়ন ও উৎপাদন চলমান থাকবে।

সমাবেশে সভাপতিত্ব করেন সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আফম রুহুল হক, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন, সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেজুতি পারভীন লায়লা, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের বসন্তপুর নদীবন্দর বিষয়ক কমিটির আহ্বায়ক এজাজ আহমেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, ইউনিয়ন আ. লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী প্রমুখ।

‘শেখ হাসিনা আছেন বলেই অসহায়রা আর্থিক সহায়তা পাচ্ছেন’



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের অসহায় মানুষ আর্থিক সহায়তা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

রোববার (৭ জুলাই) সকালে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের অসহায় মানুষ আজ আর্থিক সহায়তা পাচ্ছেন। একজন অসহায় দরিদ্র মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু। এই টাকায় একজন অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ফারহামা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচালক নঈম জাহাঙ্গীর, আব্দুল্লাহ আল মামুন, রেজিষ্ট্রেশন কর্মকর্তা সুরভী আফরোজসহ অন্যরা।

এসময় সমাজসেবা অধিদফতরের উদ্যোগে জেলার ২০৬ জন রোগীকে ৫০ হাজার টাকা করে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়।

;

গাজায় উড়োজাহাজ থেকে খাদ্য ফেললো সৌদি-জর্ডান



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
উড়োজাহাজ থেকে ৩০ টন খাদ্য সামগ্রী ফেলা হয়েছে

উড়োজাহাজ থেকে ৩০ টন খাদ্য সামগ্রী ফেলা হয়েছে

  • Font increase
  • Font Decrease

গাজাবাসীর জন্য উড়োজাহাজ থেকে খাদ্য সামগ্রী ফেলেছে সৌদি আরব ও জর্ডান। 

সৌদি বার্তাসংস্থা কেশেরিফকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, রোববার ফিলিস্তিনের গাজা উপত্যকায় উড়োজাহাজ থেকে প্রায় ৩০ টন খাদ্য সামগ্রী ফেলা হয়েছে। যৌথ উদ্যেগে এই খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করেছে সৌদি ও জর্ডান সরকার।

এক বিবৃতিতে বলা হয়েছে, জর্ডানের হাশেমাইত দাতব্য সংস্থা এই খাদ্য সামগ্রীর জোগান দিয়েছে। পরে জর্ডানের সশস্ত্র বাহিনীর সঙ্গে এয়ার ড্রপ কর্মসূচিতে অংশ নেয় ওই দাতব্য সংস্থার কর্মীরা। গাজাবাসীর জন্য উপর থেকে যেসকল খাদ্য সামগ্রী ফেলা হয়েছে তা রান্না ব্যাতীতই গ্রহণের যোগ্য।

গাজায় ক্রমাগত ইসরায়েলি বাহিনীর অবরোধের কারণে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্যের যোগান নেই। যার ফলে দিনের বেশির ভাগ সময় অভুক্ত অবস্থাতেই পার করতে হচ্ছে ফিলিস্তিনিদের। মূলত উপত্যকায় খাদ্যবাহী গাড়ি ঢুকতে না দেয়ায় আকাশ থেকে খাদ্য বিতরণের কর্মসূচি নিয়েছে এ দুই দেশ।

উল্লেখ্য, এর আগেও জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত উড়োজাহাজ থেকে খাদ্য সরবরাহ করেছে।

;

চাঁনখারপুল সড়ক দখল করে শিক্ষার্থীদের আন্দোলন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪. কম, ঢাকা
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

কোটা পুনর্বহালের রায় বাতিল এবং সরকারি চাকরির সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বিকাল ৩টায় শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজের গেটের সামনে চাঁনখারপুল মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সড়ক অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সড়কে যানবাহন আটকে আছে। মোড়ের মাঝখানে গোল করে বসে শিক্ষার্থীরা কোটাবিরোধী নানা স্লোগান দিচ্ছেন। গাইছেন প্রতিবাদী গান। তাদের হাতে কোটাবিরোধী নানা প্ল্যাকার্ড ছিল। অবরোধ চলাকালে পাশেই পুলিশের বিপুলসংখ্যক সদস্য অবস্থান করছিলেন।


এসময় শিক্ষার্থীরা ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে’, ‘কোটা না মেধা মেধা মেধা’, ‘সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে' সহ নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে চাঁনখারপুল মোড়।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি মূলত তিনটি। ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সব গ্রেডে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা পুনর্বণ্টন বা সংস্কার; চাকরির পরীক্ষায় কোটাসুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা ও কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।

জানা যায়, পবিত্র ঈদুল আযহার আগে ৫ জুন সরকারি দফতর, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। ওই দিন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী আন্দোলনে নামেন। এ অবস্থায় আদালতের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটির ওপর শুনানির জন্য ৪ জুলাই দিন নির্ধারণ করা হয়।

২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে মোট ৫৬ শতাংশ কোটা প্রচলিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হয়। সে সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা তাদের আন্দোলনে ছাত্রলীগসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলার অভিযোগ করেন।

ওই বছরের ৪ অক্টোবর কোটা বাতিলবিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২০২১ সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন।

;

জামালপুরে ধীরগতিতে কমছে যমুনার পানি, শুকনো খাবারের সংকট



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

জামালপুরে ধীরগতিতে কমছে যমুনার পানি। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে এখনো বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি ধীরগতিতে নামায় চরম ভোগান্তিতে পড়েছেন বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা। তারা শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে আছেন।

সরকারের তরফ থেকে শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও অর্থ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল বলে জানিয়েছেন বন্যাদুর্গতরা।

ঝুঁকিপূর্ণ এলাকার পানিবন্দি লোকজন গবাদি পশুপাখি নিয়ে আশ্রয়কেন্দ্র, উঁচু স্থান ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন।

হতদরিদ্র বানভাসি লোকজন অর্ধহারে-অনাহারে অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন।

জানা গেছে, গত মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। টানা পাঁচদিন পানি বেড়ে গতকাল শনিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এতে জেলার ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়ে।

জামালপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান বিষয়টি বার্তা২৪.কম-কে বলেন, ধীরগতিতে কমছে যমুনার নদীর পানি। গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ৭ সেন্টিমিটার পানি কমলেও এখনো বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন বার্তা২৪.কম-কে বলেন, জেলার ৫টি উপজেলার বন্যার্তদের ৪৮০ মেট্রিক টন চাল, নগদ ৬লাখ টাকা ও ৪ হাজার ৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।

;