নৌকা থেকে ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, আটক ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিরা।

ভারতীয় চিনি উদ্ধারের ঘটনায় আটককৃত ব্যক্তিরা।

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ৩ জনকে আটক করা হয়েছে।

রোববার (০৭ জুলাই) তথ্যটি নিশ্চিত করেছেন, জৈন্তাপুর মডেল থানার মিডিয়া অফিসার (এসআই) মো.আশরাফুল আলম।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (০৬ জুলাই) রাতে জৈন্তিয়াপুর ইউনিয়নের সারি নদীর পূর্ব পাড় থেকে তাদেরকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৬ জুলাই) রাতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল ২নং জৈন্তিয়াপুর ইউনিয়নের ডুলটির পাড়স্থ সারি নদীর পূর্ব পাড় থেকে তিনজনকে আটক করা হয়। এসময় একটি কাঠের নৌকা থেকে ১০৫ বস্তা চিনি উদ্ধার করা হয়। যার মূল ৫ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা।

আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাটের বাউনগ্রামের মৃত ফরজান আলীর ছেলে কটাই মিয়া (৪৬) একই গ্রামের আজির উদ্দিনের ছেলে সিরাজ (৫১), আলীরগাও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আতিক (২১)।

এ ঘটনায় পলাতক জৈন্তাপুর ডুলটিরপাড় গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মজিবুর রহমান (৩৫)সহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।