গাইবান্ধায় টিউবয়েলের গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির টিউবয়েলের গর্তের পানিতে ডুবে এক বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। চার বছর বয়সী নিহত ওই বাক প্রতিবন্ধী শিশুর নাম নুপুর আক্তার ধলি।

রোববার (৭ জুলাই) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. নুরুন্নবী মিয়ার কন্যা। নুপুর জন্মগতভাবেই বাক ও শারীরিক প্রতিবন্ধী।

বিজ্ঞাপন

বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

এসময় স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি জানান, রোববার দুপুরের খাবার খেয়ে প্রতিবন্ধী শিশু নুপুর বাড়ির আঙিনায় খেলছিলো। পরে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির টিউবওয়েলের গর্তের পানিতে ভাসতে দেখে স্বজনরা। এসময় তারা তাকে মৃত অবস্থায় গর্ত থেকে তোলেন।