বারান্দায় ঝুলছিল ছাত্রলীগ কর্মীর মরদেহ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: ছাত্রলীগ কর্মী  সৌরভ সরকার হৃদয়

ছবি: ছাত্রলীগ কর্মী সৌরভ সরকার হৃদয়

নীলফামারীর ডোমারে সৌরভ সরকার হৃদয় (২২) নামে এক ছাত্রলীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত যুবক ওই এলাকার মৃত চাঁদ মিয়ার ছেলে ও স্থানীয় ছাত্রলীগের কর্মী ছিলেন।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে চিকনমাটি ডাঙ্গাপাড়া এলাকা থেকে তার থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে সে তার নিজ বাড়ির রুমে ঘুমাতে যায়। পরে মধ্যে রাতে তার চাচার চিৎকারে স্বজনরা ঘুম থেকে উঠে তাকে বারান্দায় গলায় গামছা পেছানো অবস্থায় ঝুলতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গ পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।