ভালুকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িকে কাভার্ড ভ্যানের ধাক্কায় তাসিন হোসেন (১৮) নামে কাভার্ড ভ্যানের এক হেলপারে মৃত্যু হয়েছে।

নিহত তাসিন হোসেন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা এলাকার আব্দুল হান্নানের ছেলে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ জুলাই) উপজেলার কাঁঠালী এলাকায় ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোরে ময়মনসিংহ গামী একটি কাভার্ড ভ্যান বেপরোয়া গতিতে এসে অজ্ঞাত গাড়ির পিছনে ধাক্কা দেয়। এসময় কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ভিতরে আটকা পড়ে কাভার্ড ভ্যানের হেলপার তাসিন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।