মধ্যরাতে উত্তপ্ত রাবি ক্যাম্পাস

  • রাবি করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে রবিবার দিবাগত মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার' স্লোগান দিতে দেখা গেছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ জুলাই) বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছেন। বিক্ষোভ শুরু হয় রাত ১১টার দিকে।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার; চাইতে আসলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুজ আরেকবার, অ্যাকশন অ্যাকশন কোটার বিরুদ্ধে অ্যাকশন' স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে ৯ কিলোমিটার পদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর দেওয়া স্মারকলিপি রাজশাহী জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।