বেরোবিতে কোটাবিরোধীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনের সড়কে অবস্থন নেয়া কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এসময় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যার পর রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কোটাবিরোধীদের বিতাড়িত করে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। গোলযোগের আশঙ্কায় ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিকাল পৌনে ৫টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা কোটাবিরোধীদের একটি অংশকে ধাওয়া করে সরিয়ে দেন।
এ ব্যাপারে কোটাবিরোধী শিক্ষার্থী সায়েম বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়সহ পুরো এলাকার নিয়ন্ত্রণ নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তার পরেও আমরা মিছিল-সমাবেশসহ কর্মসূচি চালিয়ে যাবো।
এর আগে সকালে ছাত্রলীগ বেরোবি, মহানগর ও জেলা শাখা প্রধানমন্ত্রীকে কটাক্ষ করাসহ বিভিন্ন অভিযোগে দুপুর ৩টায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার্কের মোড়ে সমাবেশ আহ্বান করে। কোটাবিরোধী শিক্ষার্থীরাও বিকাল ৪টায় একই স্থানে সমাবেশ আহ্বান করে। বিকাল সাড়ে ৪টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা পার্কের মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ নিয়ে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল।