অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

পাকিস্তান ও আফগানিস্তান আর্মির হেড পরিচয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এ অভিযোগে রাষ্ট্রের এ আইন কর্মকর্তা ডিএমপির পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১৫ জুলাই) বিকালে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা হুমকিদাতাকে শনাক্ত করেছি। তদন্ত স্বার্থের তার নাম-পরিচয় প্রকাশ করছি না। খুব দ্রুতই তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এরপর তার নাম প্রকাশ করা হবে।

সাধারণ ডায়েরিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর লিখেছেন, গত ১০ জুলাই রাত ১০টা ৫১ মিনিটের দিকে জনৈক ব্যক্তি মোবাইলে ফোনে নিজেকে পাকিস্তান ও আফগানিস্তান আর্মির হেড পরিচয় দিয়ে বলে, রাজবাড়ীতে হত্যা মামলার সঠিক পরিচালনা না করলে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া হবে।

তিনি জিডিতে আরও উল্লেখ করেছেন, তাকেও জীবননাশের নানা হুমকি দিয়েছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ৯৯৯ ফোন দিলে পল্টন মডেল থানা পুলিশকে লাইন সংযোগ লাগিয়ে দিলে পল্টন মডেল থানার এস আই মো. ইব্রাহিমকে ঘটনার বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার সকাল ১০টা ৫৮ মিনিটে একই ব্যক্তি একই মোবাইল ফোন নম্বর থেকে পুনরায় কল দিয়ে বলে, পুলিশকে জানানোর কারণে আপনার বড় ধরনের খেসারত দিতে হবে।