কোটা আন্দোলন

যাত্রাবাড়ীতে সংঘর্ষের ঘটনায় ঢামেকে ৫০

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন স্থানে আহত হয়ে সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী, পথচারী ৬ জন গুলিবিদ্ধসহ ৫০ জন ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এদের মধ্যে ৫ জনকে ভর্তি দেয়া হয়েছে। 

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পর্যায়ক্রমে আসেন।

বিজ্ঞাপন

এদের মধ্যে শনির আখড়া এলাকায় পুলিশের শটগানের গুলিতে শিশুসহ ৬ জন চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে আসেন। তারা জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

শনির আখড়ার আশেপাশে থেকে গুলিবিদ্ধরা হচ্ছেন: সোহাগ (২৭), ফয়সাল (২৮), মাহিম আহামেদ পিয়াস (১৫), মনিরুল (২০)। শিশু রহিদ (২) কাঁচা মাল ব্যবসায়ী বাবা বাবলু ওরফে বাবু মিয়া (৪০)। 

এর আগে, সকাল থেকে যারা আহত হয়েছেন তারা হচ্ছেন, সাংবাদিক তারেক (২৫), হাবিব (৩০), জীবন (২৫), সোলাইমান (২৬),ভাষক ভাদুরী (৩৮), জনি রায়হান (৩৩), রতন (৪০) হুমায়ুন (৩৫)।

এদিকে এক পুলিশ সদস্যও আহত হয়েছেন। তিনি (এসআই) ইব্রাহিম (৩২) আজিমপুর এলাকায় রিকশায় যাওয়ার পথে ইটের আঘাতে আহত হয়েছেন। 

এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন : কাউছার (২০), অলিউল্লাহ (২৭), নাঈম (২৪), সাইদুল (২৬), ইকবাল (৫০), সোহাগ(২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০), বিজয় (২৪), রিপন (৩৯), ককটেল এর আঘাত দীল আফরোজ (৩০), আব্দুল হাদি (২১), মো. মাসুদ (২১), শিক্ষার্থী তানজিল (২৭), অজানা (৩২), জাকির (২২), জহিরুল (২৬), আসাদুজ্জামান (২৩), মেহেদী হাসান (২৫), জাওয়াদ (২০), মাসুদ (২৪), আব্দুল হান্নান (২৪), আফসানা জুই (২৩), তানজিলা (২২), সিহাব উদ্দিন(৩০), আসিফ(২২), তাহমিদ(২৫), ভৌমিক (২৯) শাকিব (২০),আরিফুল (৪২)।

এদের মধ্যে হাসপাতালে ভর্তিকৃতরা হচ্ছেন, পথচারী কাওসার (২০), শিক্ষার্থী অলিউল্লাহ (২৭), আশরাফ আলম (৩২), তানজিল (২৭), গুলিবিদ্ধ ফয়সাল (২৮)।