নরসিংদীতে পুলিশের গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাতিক শিক্ষার্থী। নিহত তাহমিদ নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমসের দশম শ্রেণির ছাত্র।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সাড়ে তিনটায় জেলখানা মোড়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিজ্ঞাপন

বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনকারীরা জেলকানা মোড় ঢাকা- সিলেট মহাসড়কে উঠতে চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের উপড় গুলি ছুড়ে ।

এ সময় গুলিতে নরসিংদীর তাহমিদ নামে এক শিক্ষার্থী মারা যায়। এছাড়াও অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। অপরদিকে নিহত শিক্ষার্থীর মরদেহ সামনে রেখে মহাসড়কে মিছিল করে আন্দোলনকারীরা।