রায়পুরে বিএনপির ৬ নেতা কারাগারে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বিএনপির ৬ নেতা কারাগারে

ছবি: বিএনপির ৬ নেতা কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ছয়জন নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে পুরনো একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এরআগে বুধবার (১৮ জুলাই) রাতের বিভিন্ন সময়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন মিষ্টার, বিএনপি নেতা জুয়েল হোসেন, কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল আলম বাচ্চু, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন, বামনী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর করিম ভূঁইয়া, উত্তর চর আবাবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শামীম।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, রাতের আধারের পুলিশ বাড়িতে ঢুকে আমাদের নেতাকে আটক করেছে। তাদের নামে কোন মামলা ছিল না। কিন্তু ২০২৩ সালের নভেম্বরের একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি দাবি করেন, বর্তমান কোটা আন্দোলন প্রেক্ষাপটকে কেন্দ্র করে অহেতুক আমাদের নেতাদের আটক করেছে। দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। আটককৃতদের মুক্তির দাবি জানাচ্ছি।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামছুল আরেফিন বলেন, নিয়মিত মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।