পুলিশের ওয়েবসাইট হ্যাকারের কবলে, কর্মকর্তারা বললেন গুজব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: পুলিশের ওয়েবসাইট হ্যাকারের কবলে

ছবি: পুলিশের ওয়েবসাইট হ্যাকারের কবলে

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (https://www.police.gov.bd/) হ্যাক করা হয়েছে। ওয়েবসাইটিতে প্রবেশ করলে বাংলাদের পুলিশের কার্যক্রম সম্পর্কে স্বাভাবিক তথ্যের পরিবর্তে, কোটা সংস্কার আন্দোলনের সমন্বয় কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করা পুলিশ কর্মকর্তা ও ৩টি কুকুরের ছবি অজ্ঞাত আরও ৩ জনের ছবি দেয়া ছিলো। এছাড়া চলমান কোটা সংস্কার আন্দোলন সম্পর্কে একাধিক বার্তা রয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৭টার সময়েও ওয়েবসাইটটি এই অবস্থায় ছিল।

বিজ্ঞাপন

ওয়েবসাইটের উপরে, একটি লেখা দেখা যাচ্ছে যাতে লেখা ছিলো "Hacked by The Resistance"।

ওয়েবসাইটের যেকোনো জায়গায় ক্লিক করলে এখন অপারেশন হান্টডাউন নামে একটি টেলিগ্রাম চ্যানেলের সাথে লিঙ্ক করা আছে।

এদিকে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড হওয়া সংক্রান্ত গুজব ছড়ানো হচ্ছে দাবি করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। এ গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো জানিয়ে গণমাধ্যমের কাছে বার্তা পাঠিয়েছে পুলিশ।