আগুনের কারণে বিটিভির সম্প্রচার বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিটিভি ভবনে আগুন

বিটিভি ভবনে আগুন

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে দেয়া আগুন ছড়িয়ে পড়ায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। টিভি স্টেশনটির ট্রান্সমিশন বন্ধ হওয়ায় সম্প্রচার বন্ধ হয়ে যায়। আগানের কারণে ভবনের ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দুইটার দিকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা এ ভবনে আগুন দেয়। আগুন লাগার চার ঘণ্টা পার হলেও ভবনে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের কোনো উদ্ধারকারী দল।

বিজ্ঞাপন

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিটিভির এক ফেসবুক পোস্টে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ভেতরে অনেকে আটকা পড়েছেন। এ অবস্থায় ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করা হচ্ছে।