দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন, ব্রডব্যান্ড সেবা ব্যাহত

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দুর্যোগ ব্যবস্থাপনা ভবন আগুন

দুর্যোগ ব্যবস্থাপনা ভবন আগুন

মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিপ্তরে আগুন লাগায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কিছুটা ব্যাহত হতে পারে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিকটবর্তী ডেটা সেন্টার থেকে যেসব কেবল গিয়েছে তার কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্থ হয়েছে। খাঁজা টাওয়ার ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর হাব হিসেবে পরিচিত।

দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) এর সভাপতি ইমদাদুল হক বার্তা২৪.কমকে বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের আগুনে নিকটবর্তী ডেটা সেন্টার থেকে বের হওয়া কেবল ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে সারাদেশে ব্রডব্যান্ড সেবার ৩০ শতাংশ ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন

‘‘আমরা আশাকরছি, আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যে এই ক্ষতিগ্রস্থ কেবল মেরামত করা সম্ভব হবে। আর একান্তই যদি তা সম্ভব না হয় আগামীকাল সকালের মধ্যে মেরামত করে ব্রডব্যান্ড সেবা পুরোপুরি সচল করা যাবে,’’ যোগ করেন তিনি।