বৃহস্পতিবার রংপুর পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি
কোটা সংস্কার আন্দোলন চলাকালীন দুস্কৃতিকারীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে তারা রংপুর সফর করবেন।
বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধ্বংসযজ্ঞ প্রতিষ্ঠান ও স্থাপনা পরিদর্শনসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বেলা ১১টার দিকে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় করবেন।
রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, রংপুরের যেসব স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে, সেই সব স্থাপনায় ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য একটি কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব ও আইজিপি রংপুরে আসছেন। উনারা ক্ষতিগ্রস্থ ভবন ও স্থাপনা পরিদর্শন করবেন।’