মুক্তিযোদ্ধার জাল সনদে চাকরি
হাউজ বিল্ডিং ফাইন্যান্সের ডিজিএমের বিরুদ্ধে দুদকের মামলা
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এম এম জামিল আহম্মদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার জাল সনদ দেখিয়ে কোটায় চাকরি নেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, আসামি এম এম জামিল আহম্মদ প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদ থেকে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং কর্পোরেশনে ২০০০ সালের এপ্রিল থেকে চাকরি নিয়ে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কর্মরত ছিলেন।
ওই সময়ে বেতন ভাতা বাবদ মোট এক কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। যা দণ্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) এর ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। জামিল আহম্মদ বর্তমানে বরিশালে কর্মরত রয়েছেন।