মাগুরায় নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে আবির হোসেন মোল্যা (৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে কছুন্দী গ্রামের পাশে মধুমতী নদী থেকে তার লাশে উদ্ধার করা হয়। আবির শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের রমজান মোল্যার ছেলে।
স্বজনরা জানান, বুধবার দুপুরে দুই বন্ধু আবির (৮) ও তামিম (৮) বাড়ির পাশে গড়াই নদীতে গোসল করতে যায়। আবির নদীর পানিতে নামার সাথে সাথে তলিয়ে যায়। তামিম আবিরকে পানির উপরে দেখতে না পেয়ে চিৎকার দেয়। এসময় তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও গ্রামবাসী নদীতে নেমে খুঁজাখুঁজি করে না পেয়ে খুলনার ডুবুরি দলকে খবর দেয়। খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা নাগাদ তার সন্ধান না পেয়ে ডুবুরি দল ফিরে যায়।
এদিকে বৃহস্পতিবার সকালে কছুন্দী গ্রামের পাশে মধুমতী নদীতে তার লাশ ভেসে উঠে। এ সংবাদ জানার পর পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আবিরের লাশ শনাক্ত করে। পরে লাশ বাড়িতে নিয়ে আসে। দুপুর ২টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এছাড়া বুধবার একই উপজেলার মহেশপুর এলাকায় ছোট গড়াই নদীতে গোসল করতে নেমে উপমা (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত উপমা ৬ষ্ট শ্রেীণর শিক্ষার্থী ও উপজেলার পূর্ব শ্রীকোল গ্রামের হেমায়েত বিশ্বাসের মেয়ে।