কোটা আন্দোলনে সহিংসতায় সিসিক’র ক্ষতি ১৪ কোটি টাকা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: খুলে নিয়ে গেছে রাস্তার ব্যারিকেড

ছবি: খুলে নিয়ে গেছে রাস্তার ব্যারিকেড

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব পড়ে সিলেটেও। আন্দোলন চলাকালে নগরীর বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। এরমধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সংহিসতার ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতচিহ্ন এখনো রয়ে গেছে নগরীজুড়ে।

সিলেট সিটি কর্পোরেশনের তথ্যমতে, আন্দোলনচলাকালে প্রায় ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিশেষ করে সিলেট নগরীর আখালিয়া ও ধোপাদীঘিরপাড় এলাকায় ক্ষয়ক্ষতি হয়। এছাড়া সিসিকের ময়লার গাড়ি ও ডাস্টবিন ভাংচুর করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সুবিদবাজার থেকে তেমুখী মুখ পর্যন্ত সড়ক বিভাজকগুলো ভাঙা হয়েছে। মাঝখানে সৌন্দর্যবধনের জন্য লাগানো গাছ ও রেলিং ভেঙে ফেলা হয়েছে। সিলেট নগরীর পত্রিকাপয়েন্ট খ্যাত করিম উল্ল্যা মার্কেটের সামনে ও ধোপাদিঘীরপাড় এলাকায় ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি এ সড়কের পাশেই। ফলে ছাত্রদের আন্দোলনের সময় আখালিয়া এলাকায় অনেকে লোহার গ্রিল দিয়ে বানানো সড়ক বিভাজক ভেঙে নিয়ে গেছে। অনেকে আবার সেগুলো বিভিন্ন ভাঙারি দোকানে বিক্রি করেছেন বলে তারা ধারণা করছেন। আর দোকান মালিকরা ট্রাকে সেগুলো অন্য স্থানে পাঠিয়ে দিয়েছেন।

এব্যাপারে সিলেট সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন স্থানে ভাঙচুর হয়েছে। নগরীর বন্দরবাজার থেকে ধোপাদিঘীরপাড় ও সুবিদবাজার থেকে তেমুখী সড়কে লোহা দিয়ে বানানো ডিভাইডার, রেলিং ও সৌন্দর্যবধনে লাগানো গাছের ক্ষতি করা হয়েছে।

এছাড়াও সিটি করপোরেশনের ময়লা ফেলার ১৫টি ট্রাক, দুই শতাধিক ডাস্টবিন ও বিদ্যুতের খুঁটি ভাঙচুর হয়েছে। এতে সিটি করপোরেশেনের ১৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, শাবিপ্রবি এলাকায় সিসিকের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। সুবিদবাজার থেকে তেমুখী সড়ক (বিশ্ববিদ্যালয় এলাক) পর্যন্ত সাড়ে ৭কোটি টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে আমাদেরকে বলা হয়েছে। ইতোমধ্যে আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ চিঠির মাধ্যমে জানিয়েছি।