চুয়াডাঙ্গায় সাপের কামড়ে দুই কিশোরের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল/ছবি: বার্তা২৪.কম

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল/ছবি: বার্তা২৪.কম

দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বৃদ্ধি পেয়েছে সাপের প্রকোপ। গত এক রাতে সাপের কামড়ে মৃত্যু হয়েছে দুই কিশোরের।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।

বিজ্ঞাপন

নিহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ পাল (১৩) ও একই উপজেলার ভুলটিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিঙ্গেদহের দেবাশীষ পাল বুধবার রাতে তাদের শোবার ঘরে ঘুমিয়ে ছিল। রাত আড়াইটার দিকে একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে তাকে ওঁঝা ও পরে সদর হাসপাতালে নেয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

অপরদিকে, একই রাতে সদর উপজেলার ভুলটিয়া গ্রামে বাকপ্রতিবন্ধী রাজন হোসেন (১৫) ঘরে ঘুমিয়ে ছিল। রাত ৩টার দিকে একটি বিষধর সাপ তার নাকে কামড় দেয়। তাকেও প্রথমে ওঁঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব বলেন, সাপের কামড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর অনেক দেরিতে তাদেরকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা।