শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় জামিন পেলো তিন এইচএসসি পরীক্ষার্থী
শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় জামিন পেয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া তিন এইচএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার সিএমএমের আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। শিগগির তারা কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফেরত যাবেন।
তবে চূড়ান্ত চার্জশিট দেওয়ার আগে কোনো ব্যক্তিকে আসামি বলা যায় না। হয়তো চার্জশিট থেকে তাদের নাম বাদ যাবে বলে যোগ করেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনায় বিভিন্ন মামলায় শিক্ষার্থীরা গ্রেফতার হয়েছে। এরমধ্যে তিনজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর আগে দুপুরে শিক্ষা মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা ৩ জন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয়।