বান্দরবান-থানচি সড়কে ৪ ঘণ্টা পর স্বাভাবিক যান চলাচল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

বান্দরবান-থানচি সড়কে স্বাভাবিক যান চলাচল

বান্দরবান-থানচি সড়কে স্বাভাবিক যান চলাচল

বান্দরবান-থানচি সড়কে পাহাড়ধসে পড়ায় ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বান্দরবানের ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (০১ আগস্ট) সকালে টানা বৃষ্টিপাতের কারণে ধসে পড়া পাহাড়ের মাটি সড়কে পরে বন্ধ হয়ে যায় বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ। এ সড়কের ৪৮ কিলোমিটার অংশে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, টানা বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি এলাকায় পাহাড়ধসে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের দুই ঘণ্টার প্রচেষ্টায় ধসেপড়া মাটি সরানো হয়। পরে প্রায় চার ঘণ্টা পর বান্দরবান থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বান্দরবানের ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি বলেন, টানা বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কে পাহাড়ধসে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে ধসেপড়া মাটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।