শাবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ, আটক-১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

শাবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শাবিপ্রবির শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচী পালনের লক্ষ্যে সারাদেশের ন্যায় সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে জড়ো হয় শিক্ষার্থীরা। এসময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে সাইদুর মিয়া নামে একজন আটক করে পুলিশ।

আটককৃত সাঈদুর মিয়া (১৭) ওসমানীনগরের বুরঙ্গা গ্রামের ফজল মিয়া ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর কিছু সময় পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা গেইট এলাকায় কর্মসূচি পালন করেন।


সরেজমিনে দেখা যায়, সারাদেশের ন্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ পালনের লক্ষ্যে দুপুর আড়াইটা থেকে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাবিপ্রবির প্রধান ফটকের সামেন সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে জড়ো হতে থাকেন। কর্মসূচীকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থা নেয়। বিকাল সাড়ে ৩টার সড়কের পাশে একত্রিত শিক্ষার্থীদের প্রথমে সরে যাওয়ার জন্য বলে বোঝায় পুলিশ। এসময় শিক্ষার্থীরা তাদের দাবির কথা বলে সরে যেতে না চাইলে তাদেরকে ধাওয়া দিয়ে কুমারগাও বাস স্ট্যান্ড এলাকায় নিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বেশ কয়েকজন শিক্ষক

পরে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি রিমেম্বারিং আওর হিরোস’র সঙ্গে একাত্মতা পোষণ করে বেশ কয়েকজন শিক্ষক বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে অপেক্ষা করেন। তবে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে আসতে না পারায় শিক্ষকরা প্রধান ফটকে কিছুক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাদিয়া হক বলেন, এই দেশ আমার দেশ না। আমার শিক্ষার্থীরা যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করছে। সেখানে পুলিশ নির্বিচারে গুলি করছে ও তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। যা সম্পূর্ণ গণতন্ত্র বহির্ভূত।

বিকেল পৌণে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের পার্শবর্তী সুরমা গেইট আবাসিক এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের একপাশ অবরোধ করে রাখে। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের গেইটে পালন করতে চেয়েছিলাম। পুলিশ আমাদের আমাদের কিছু ভাইদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। তবে আমরা প্রতিরোধ গড়ে তুলে সুরমা আবাসিক এলাকায় আমাদের কর্মসূচি পালন করেছি।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) তাহিয়াত আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, মিছিল থেকে আমরা একজনকে আটক করেছি। তাকে থানায় পাঠানো হবে।