শায়েস্তাগঞ্জে উপজেলা বিএনপির দুই নেতা গ্রেফতার
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম ও নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আছকির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃত ফজলুল করিম নুরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আছকির মিয়া একই পরিষদের মেম্বার।
পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই উপজেলার নছরতপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হুসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন জানান, পুলিশ এসল্ট মামলায় তারা দুইজনই এজহারভূক্ত আসামী। ফজলুল করিম ১ নম্বর আসামি। তাদের আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। #