মাতামুহুরী নদীতে ভেসে আসল শিশুর লাশ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবা‌ন
  • |
  • Font increase
  • Font Decrease

মাতামুহুরী নদী

মাতামুহুরী নদী

বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে ভেসে আসা অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টায় লামা পৌরসভার ৫নং ওয়ার্ড কুড়ালিয়াটেক এলাকার মাতামুহুরী নদীর মইগ্যারচর কুমে লাশটি ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় লোকজন লামা থানা পুলিশকে খবর দেয়।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে নদীতে পানি আসে। বৃহস্পতিবার বিকেলে নদীতে অনেক লোক একসাথে লাকড়ি ধরছিল। এসময় মো. আসিফ (১৭) নামে এক ছেলে লাকড়ি টানতে গেলে শিশুর লাশটি দেখতে পায়। শিশুটির বয়স আনুমানিক তিন মাস।

মো.আসিফ বলেন, নদীতে বেশি পানি আসলে লাকড়ি ধরতে আসি। এসময় লাশটি ভাসতে দেখি। প্রথমে ভাবছি কোন পুতুল ভাসছে। সন্দেহের বশত কাছে টেনে আনলে দেখি ২/৩ মাসের শিশুর লাশ। লাশটি আমরা নদীর পাড়ে তুলে রাখি। পরে লামা থানাকে খবর দেওয়া হয়।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. রফিক বলেন, লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। মনে হচ্ছে ২/৩ দিন আগে হয়ত পানিতে পড়েছে। লাশের পরিচয় পেতে চেষ্টা চালানো হচ্ছে।