ছাত্র আন্দোলন এখন সাধারণ গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে: উদীচী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী/ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী/ছবি: বার্তা২৪.কম

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান বলেছেন, ছাত্রদের আন্দোলন এখন সাধারণ গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। দলমত নির্বিশেষে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে রাস্তায় নেমেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশে সংগঠনটির পক্ষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, আমরা আমাদের বন্ধুদের হারিয়েছি। ছিল ছাত্রদের কোটা আন্দোলন কিন্তু এখন তা বাংলার মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। যা কিছু ঘটেছে তার দায় সরকার দায় এড়াতে পারেনা। আমাদের দলমত নির্বিশেষে বাংলার মানুষ তাদের অধিকার আদায়ে পথে নেমেছে।

উদীচী শিল্পী গোষ্ঠীর সহসভাপতি জামশেদ আনোয়ার তপন বলেন, যারা যৌক্তিক কোটা আন্দোলনের সাথে ছিল সরকার তাদের বিভিন্ন তকমা দিয়েছে। কোটি কোটি টাকা লুট, হত্যা, গুম করছে সরকারের অধিনে তাদের বিচার নেই। শিল্পীদের অধিকার বঞ্চিত করেছে আমরা অনতিবিলম্বে এই স্বৈরাচারী সরকারের পতন চাই। প্রতিটি জায়গায় জায়গায় নিরস্ত্র ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে আমরা তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশে উদীচী শিল্পী গোষ্ঠীর মুখপাত্ররা বলেন, সরকার স্বাধীনতাকে হরণ করে, গণতন্ত্র কে হরণ করে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে, মানুষ সেখান থেকে মুক্তি চায়।

এ সময় উদীচী শিল্পী গোষ্ঠিসহ অন্যান্য সাংস্কৃতিক কর্মীরা সমাবেত হয়ে গান, কবিতা ও শ্লোগানের মাধ্যমে প্রতিবাদ জানায়।