৯ দফা দাবিতে প্রেসক্লাবে আন্দোলনকারীদের অবস্থান
বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলনে আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সবার স্মরণে এবং ‘গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে গণমিছিল করছে আন্দোলনকারীরা।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মৎস্য ভবন থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় তারা সরকারের পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। সেই সাথে তারা আন্দোলনে নিহতের ঘটনায় বিচার দাবি করেছে।
শুক্রবার (০২ আগস্ট) জুমার নামাজ শেষে মৎস্য ভবন থেকে মিছিল নিয়ে শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে ২০ মিনিট অবস্থান নিয়ে আবার মিছিল নিয়ে মৎস্য ভবন হয়ে জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেন আন্দোলনকারীরা।
বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনে ছাত্রদের সাথে প্রেসক্লাবে যোগ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সাধারণ মানুষ। এখানে আগে থেকে একই দাবিতে সমর্থন দিয়ে সাংস্কৃতিক জোট কর্মসূচি পালন করছিলো।
এর আগে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। এতে সবাইকে অংশ নেওয়ার আহ্বানও জানান তারা।