মাঝরাতে রাজধানীতে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাঝরাতে রাজধানীতে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি/ছবি: সংগৃহীত

মাঝরাতে রাজধানীতে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি/ছবি: সংগৃহীত

কয়েকদিনের টানা ভারী বর্ষণের পর একদিন বিরতি দিয়ে রাজধানীতে বজ্রসহ ঝোড়ো বৃষ্টি হয়েছে। সন্ধ্যা নামার পর থেকেই ঢাকার আকাশে মেঘ জমতে থাকে।

শনিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টা পার হতেই শুরু হয় বৃষ্টি। এরসঙ্গে মুহুর্মুহু বজ্রপাত, বয়ে যায় জোরালো বাতাস।

বিজ্ঞাপন

এরআগে শুক্রবার মোটামুটি ঢাকার আবহাওয়া শুষ্কই ছিল। যদিও এর আগের কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল। শনিবার থেকে ঢাকাসহ সারা দেশে বৃষ্টি হবে, সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।