ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু/সংগৃহীত

ছবি: সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু/সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে পৃথকস্থানে বিষাক্ত সাপের কামড়ে আদিত্য (৭) ও জান্নাত (১২) নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত জান্নাত (১২) বেগুনবাড়ি ইউনিয়নের সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে ও আদিত্য (০৭) সালন্দর ইউনিয়নের ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামে ও সালান্দর ইউনিয়নের ইয়াকুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন।

পরিবারের সদস্যরা জানান, বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে জান্নাত প্রতিদিনের মত বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কাপড় দেয়। এতে ব্যথা অনুভব করে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে ছড়িয়ে যায়। রে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় জান্নাত।

বিজ্ঞাপন

অন্যদিকে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপে কামড় দেয়। পরে হঠাৎ আদিত্য বুঝতে পারে তাকে সাপে কামড় দিয়েছে। কামড় দেয়ার পর বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের পক্ষ থেকে দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে কর্তব্যরত চিকিৎসক। পরে পথেই মারা যায় আদিত্য।

আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিল। পৃথক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন বলেন, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। সকলকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।