বাগেরহাটে জলবায়ু ঋণ বাতিলের দাবি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

জলবায়ু ঋণ বাতিলের দাবিতে বাইসাইকেল র‌্যালী, ছবি: বার্তা২৪.কম

জলবায়ু ঋণ বাতিলের দাবিতে বাইসাইকেল র‌্যালী, ছবি: বার্তা২৪.কম

যুদ্ধের খরচ কমিয়ে জলবায়ু রক্ষার জন্য অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ু ঋণ বাতিলের দাবি জানিয়েছে জলবায়ু নিয়ে উদ্বিগ্ন এমন সংগঠনের দায়িত্বপ্রাপ্তরা। তাদের দাবি জি-৭ দেশগুলো বারবার দাবি করছে তারা জলবায়ু অর্থ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্ত তারা ক্রমাগতভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে।

শুক্রবার(২০ সেপ্টেম্বর) সকালে মোংলার মিঠাখালি বাজারে আয়োজিত জলবায়ু অর্থায়ন এবং জীবাশ্ম জ্বালানির ফেইজ আউট শীর্ষক বাইসাইকেল র‌্যালী এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা একথা বলেন।

বিজ্ঞাপন

বাইসাইকেল র‌্যালী ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ, নাজমুল হক, মোল্লা আল মামুন, মারুফ বিল্লাহ, হাছিব সরদার, মেহেদী হাসান বাবু প্রমুখ।

বাই-সাইকেল র‌্যালি ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন জলবায়ু ঋণ বাতিল করতে হবে। যুদ্ধের খরচ কমিয়ে জলবায়ু অর্থায়ন বাড়াতে হবে। সভাপতি ও প্রধান অতিথির বক্তব্যে পশুর রিভার ওয়াটারকিপার জলবায়ুযোদ্ধা মোঃ নূর আলম শেখ বলেন জীবাশ্ম জ্বালানিতে অর্থায়ন বন্ধ করতে হবে। জলবায়ু উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। মিলিয়ন নয়, বিলিয়ন ডলারে জলবায়ু অর্থায়ন করো। পশ্চিমা দেশগুলিকে প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু তহবিল প্রদান করতে হবে। বাই- সাইকেল র‌্যালিতে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানি বিরোধী এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক নানা রঙের ফেস্টুন-প্লাকার্ড প্রদর্শন করেন।

বিজ্ঞাপন