আশুলিয়ায় অধিকাংশ কারখানা চালু, বন্ধ ১৬টি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বেশির ভাগ শিল্পকারখানা খোলা রয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত সময় থেকে কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা।

তবে চলমান শ্রম অসন্তোষের জেরে আজ সাভার–আশুলিয়ায় ১৬টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায় এবং বাংলাদেশ শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি কারখানা।

বিজ্ঞাপন

শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজদারি।

বিজ্ঞাপন

আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্যরা।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামীম, শারমীনসহ অন্যান্য সব কারখানায় কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারায় ১৩টি এবং ৩টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। গতকাল ছুটির দিনে ১৬০টি কারখানা চালু ছিল।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর আওতাধীন এলাকায় এক হাজার ৮৬৩টি কলকারখানা রয়েছে, যার বেশিরভাগই পোশাক কারখানা। তবে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে শ্রমিক অসন্তোষের জেরে এ অঞ্চলে সৃষ্টি হয়েছিল তীব্র অস্থিরতা।

তবে এ সপ্তাহের শুরু থেকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। শনিবারও (১৯ সেপ্টেম্বর) সেটি অব্যাহত আছে। বেশিরভাগ কারখানায় শ্রমিকরা স্বতস্ফুর্তভাবে কাজ করছেন।