‘বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বসে আছে ফ্যাসিবাদের দোসররা’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান

অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান

বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় এখনো বসে আছে ফ্যাসিবাদের দোসররা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল বলেন, বিগতে দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল। মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছিল।

অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের সরকার জানিয়ে তিনি বলেন, ৩৬ জুলাই থেকে কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়নি। যার কৃতিত্ব আইন উপদষ্টা ড. আসিফ নজরুলের।

বিজ্ঞাপন

দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, দুর্নীতি বুদ্ধিবৃত্তিকও হতে পারে। বিচারবিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে, রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে।

বিচারবিভাগে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন, তারা এখনও গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান আসাদুজ্জামান।