বাড়ির উঠানে আমনের বীজতলা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

বাড়ির উঠানে আমনের বীজতলা

বাড়ির উঠানে আমনের বীজতলা

চাঁদপুরের বেশ কয়েকটি অঞ্চল এখনো প্লাবিত বন্যা ও জলাবদ্ধতায়। পানির নিচে তলিয়ে আছে ফসলের মাঠ। দুই/তিনবার বীজ বুনলেও টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় চারা তৈরি করতে পারেননি চাষীরা। মৌসুমও শেষের পথে। তাই বাধ্য হয়ে বাড়ির উঠানেই আমনের বীজতলা তৈরি করেছেন মুখলেছ খলিফা এবং শফিক খলিফা নামের দুই ভাই।

ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চররামপুর গ্রামের।

বিজ্ঞাপন

কৃষক শফিক খলিফা জানান, বীজ তিনবার ফেলেছি। পানিতে পঁচে গেছে। বাধ্য হয়ে উঠান কুপিয়ে বীজতলা তৈরি করেছি।

মুখলেছ খলিফা জানান, তিনবার বীজ নষ্টের পর আবারো দুই ভাই মিলে ৩৪ কেজি বীজধান ক্রয় করে বাড়ির উঠানে বপন করেছি।

রিয়াদ খলিফা নামে আরো এক কৃষক বলেন, আমরা তিন/চার বার বীজবপন করে বন্যার কারণে মার খেয়েছি। নিরুপায় হয়ে অবশেষে বাড়ির উঠোনে বীজতলা করেছি। দূর থেকে পানি টেনে প্রতিদিন সেচ দিতে হয়। কৃষি অফিসের কোনো সহযোগিতা কিংবা পরামর্শ আমরা পাইনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার বলেন, আমন উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক রাখতে আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আসছি। কোনো কৃষক সহযোগিতা বঞ্চিত হলে তথ্য সংগ্রহ করে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন এ কর্মকর্তা।