হাজীগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

হাজীগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

হাজীগঞ্জে সাপের ছোবলে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে সাপের ছোবলে দিপালী রানী সূত্রধর (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের উচ্চগাঁও গ্রামের সূত্রধর বাড়িতে এই ঘটনা ঘটে। দিপালী ওই বাড়ীর নিরঞ্জন সূত্রধরের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী।

বিজ্ঞাপন

নিহত নারীর দেবর ছেলে স্বপন সূত্রধর জানান, ভোর আনুমানিক ৫টার দিকে জেঠিমা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হওয়ার সময় তার পায়ে সাপে ছোবল দেয়। এ সময় তিনি সাপটিকে চলে যেতে দেখে চিৎকার দেন। এরপর সবাই মিলে তাকে বাড়ি থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সোমবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে মারা যান।

স্বপন আরও জানান, বাড়িতে আনার পরে ওঝা আনা হয়। ওঝা বলেছে, জেঠিমাকে গোখরা সাপে ছোবল দিয়েছে।

ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বলেন, সাপে ছোবল দেবার পরে ওই নারীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন বলে পরিবার থেকে জানানো হয়েছে।