আদাবরে বাদলসহ ২১ জনের নামে মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকির ঘটনায় আদাবর থানায় বাদলসহ ২১ জনের নাম উল্লেখ করে গত শনিবার রাতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী জোবায়ের ইসলাম।

বিজ্ঞাপন

মামলার এজহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টায় আদাবর-১০ নম্বর রোডের কাঁচা বাজারের সামনে কয়েকজন এসে ভুক্তভোগীর পেটে দুটি পিস্তল ধরে।

এ সময় ২০-২৫ জন দেশীয় ধারালো অস্ত্রসহ এসে ভুক্তভোগীকে তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটকে রাখে। এ সময় ভুক্তভোগীর কাছে মুক্তিপণ দাবি করে মারধর করা হয়।

এ ঘটনায় আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, এ ঘটনায় ভুক্তভোগী আমাদের থানায় একটি মামলা করেছে। আমরা আসামীদের দ্রুত গ্রেফতার করতে কাজ করে যাচ্ছি। আশা করছি খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে পারবো।