মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, ছবি: সংগৃহীত

ফলকার টুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, ছবি: সংগৃহীত

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইর্কে সাক্ষাৎ করেছেন তারা। প্রধান উপদেষ্টার মিডিয়া উইং তাদের ফেসবুক পেইজে এই বার্তা দিয়েছেন।

বিজ্ঞাপন

ফেসবুক বার্তায় জানান, ন্যায়বিচার, স্বাধীনতা ও মানবাধিকার বিষয়ে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোর নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের আলোচনা হয়েছে।

আলোচনাকালে ফলকার টুর্ক বাংলাদেশের বিভিন্ন সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে অভিবাদন জানান বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার মিডিয়া উইং।

এছাড়া বুধবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।