পরবর্তী প্রধানের নাম নির্ধারিত হয়নি: হেজবুল্লাহ

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননভিত্তিক ইরানসমর্থিত সংগঠন হেজবুল্লাহর পরবর্তী প্রধান কে হবেন, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে হেজবুল্লাহ বলেছে, বিভিন্ন সংবাদমাধ্যমে যার নাম প্রকাশিত হয়েছে, তা আসলে গুজব।

বিজ্ঞাপন

সোমবার (৩০ সেপ্টেম্বর) হেজবুল্লাহর বরাত দিয়ে ইরানের সংবাদসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এ খবর জানায়।

খবরে বলা হয়, সোমবার হেজবুল্লাহর জনসংযোগ অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, হেজবুল্লাহর জেনারেল সেক্রেটারি নাসরুল্লাহ নিহত হওয়ার পর পরবর্তী প্রধান হিসেবে যার নাম প্রচারিত হচ্ছে, তা আসলে গুজব। হেজবুল্লাহ এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

নাসরুল্লাহর উত্তরসূরী হিসেবে এক্সিউটিভ কাউন্সিলের নেতা হাসিম সাফিউদ্দীনের যে নাম বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা আসলে সত্যি নয়, গুজব।

হেজবুল্লাহর পরবর্তী প্রধানের নাম একমাত্র সংগঠনের জনসংযোগ অফিস থেকেই জানানো হবে।

হেজবুল্লাহর বিবৃতিতে আরো জানানো হয়, লেবাননের রাজধানী বৈরুতে ২৮ সেপ্টেম্বর ইসরায়েলি বিমান হামলায় হেজবুল্লাহর জেনারেল সেক্রেটারি নাসরুল্লাহ নিহত হয়েছেন। তিনি ৩২ বছর ধরে হেজবুল্লাহর নেতৃত্ব দিয়ে এসেছেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।