শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ করল ইয়াসিদ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ করল ইয়াসিদ

শিশুদের মাঝে শারদ উপহার বিতরণ করল ইয়াসিদ

শারদীয় দুর্গাপূজায় ‘সবার জন্য ভালোবাসা, একতা ও মানবত’ এই প্রতিপাদ্যে শিশুদের মাঝে নতুন জামা বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াসিদ।

বুধবার (৯ অক্টোবর) কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন ও রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক শিশুদের মাঝে এই শারদ উপহার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ইয়াসিদ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ইয়াসিদ সমাজে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের বেশিরভাগই মুসলিম হলেও, তারা সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে মানবিকতা ও ভালোবাসা ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশে প্রতি বছর নানা রকম ধর্মীয় উত্তেজনা ও দাঙ্গার ঘটনা ঘটে, যেখানে অসাম্প্রদায়িক চেতনা বিকাশের প্রয়োজনীয়তা স্পষ্ট। ইয়াসিদের এ ধরনের উদ্যোগ সেই মানবিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরও জোরালো করে তোলে।

খুরুশকুল পালপাড়া রাস বিহারী মন্দিরের পুরোহিত সবুজ দে বলেন, ‘ইয়াসিদের এই মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই, আমরা একসঙ্গে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারি।’

ইয়াসিদের ভলান্টিয়ার সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবার জন্য সমান অধিকার এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করা উচিত। ইয়াসিদের এই ধরনের কার্যক্রম আমাদের সমাজের অসাম্প্রদায়িক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।’

ইয়াসিদের নির্বাহী পরিচালক কাইছার হামিদ বলেন, ‘আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, যেখানে সবার জন্য ভালোবাসা ও সম্মান রয়েছে। শিশুদের চাহিদা অল্প হলেও, তাদের মুখে হাসি ফোটাতে পারার আনন্দ আমাদের কাছে বিশাল।’

ইয়াসিদ একটি স্থানীয় যুব-নেতৃত্বাধীন সংগঠন, যা তরুণদের দক্ষতা উন্নয়ন ও দরিদ্র সম্প্রদায়ের উন্নয়নে কাজ করছে। এছাড়াও, ইয়াসিদ জাতিসংঘের ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) মধ্যে ১, ২, ৩, ৪, ৫, ১৩, ১৬ এবং ১৭ এর সাথে কাজ করে যাচ্ছে।