স্মৃতিসৌধে পিএসসি’র চেয়ারম্যানসহ চার সদস্যের শ্রদ্ধা নিবেদন

  • স্টাফ করেমপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

পিএসসি’র চেয়ারম্যানসহ চার সদস্যের শ্রদ্ধা নিবেদন

পিএসসি’র চেয়ারম্যানসহ চার সদস্যের শ্রদ্ধা নিবেদন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ চারজন সদস্য।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

বিজ্ঞাপন

পিএসসির অপর চারজন সদস্য হলেন- নুরুল কাদির, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।

এ সময় পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম সংবাদমাধ্যমকে বলেন, আমরা কেবল দায়িত্ব নিয়েছি। পরীক্ষার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করবো বলে বিবেচনা করছি। বিষয়গুলো আমরা আলাপ আলোচনা করছি, আপনারা অচিরেই জানতে পারবেন, আমরা আসলে কি করতে চাচ্ছি।

শ্রদ্ধা জানানো শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছ রোপণ করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সাড়ে ১১টার দিকে তারা জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

এ সময় পিএসসির চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত বুধবার পিএসসির নতুন চেয়ারম্যান ও চার সদস্যকে নিয়োগ দেয় সরকার। আগামী পাঁচ বছরের জন্য মোবাশ্বের মোনেম ও চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।