পদত্যাগের দাবিতে রমেক অধ্যক্ষের কক্ষে তালা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পদত্যাগের দাবিতে রমেক অধ্যক্ষের কক্ষে তালা

পদত্যাগের দাবিতে রমেক অধ্যক্ষের কক্ষে তালা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের ফরেনসিক প্রতিবেদন পরিবর্তনের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবিতে কক্ষে তালা লাগিয়ে আন্দোলন করছেন চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডা. মাহমুদুল হক সরকার ও ডা. শরিফুল মণ্ডলের নেতৃত্বে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এমনকি পুলিশ ও প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে শহীদ আবু সাঈদ হত্যা মামলার পোস্টমর্টেমের রিপোর্ট বদলানোর জন্য চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি। এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্বেও ছিলেন তিনি। বর্তমান নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের পৃষ্ঠপোষকতাকারী এই মাহফুজুর রহমান।

তারা আরও বলেন, ছাত্র-জনতার বিরুদ্ধে এভাবে অবস্থান নেওয়া কোনো শিক্ষক রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ কোনো প্রশাসনিক পদে থাকতে পারবে না। অন্যায়কারীদের আর কোন সুযোগ নেই। আমরা মাঠে নেমেছি, আন্দোলন চলছে, দাবি আাদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

এ বিষয়ে ডা. মাহফুজুর রহমান বলেন, আবু সাঈদ হত্যার ঘটনায় সঠিক ফরেনসিক প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট চিকিৎসককে নির্দেশনা দিয়েছি।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর ডা. মাহফুজুর রহমানকে রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।