এলজিইডির সমন্বিত গাইডলাইন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক) আয়োজিত সমন্বিত গাইডলাইন বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) এলজিইডি সদর দফতরের প্রশিক্ষণ কক্ষে এই আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব) গোপাল কৃষ্ণ দেবনাথ।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে দেশে ৭ হাজার ৭২২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এক হাজার ১০১টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত ৫১ কিলোমিটার সড়ক এবং ৯৬টি সেতু ও কালভার্ট মেরামত করেছে এলজিইডি।
জলবায়ু পরির্তনের ফলে আগামীতেও এই বন্যা, পাহাড়ি ঢল হয়তো অব্যাহত থাকবে। তাই প্রতিটি সড়ক ও স্থাপনা নকশা প্রস্তুত ও নির্মাণ করার আগে বিগত বছরগুলোর তথ্য যাচাই করা উচিত। ফলে আমরা টেকসই দীর্ঘমেয়াদী স্থাপনা তৈরি করতে পারবো।’ এ সময় তিনি নির্মাণ ব্যয় সাশ্রয় করার তাগিদ দেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আব্দুল হাকিম ও আইডিসি ক্রিলিকের টিম লিডার ড. ডান বুম।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে এলজিইডির ভোলা, বরগুনা, সাতক্ষীরা জেলা সদর ও বিভিন্ন উপজেলার সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং এলজিইডির সদর দফতরের বিভিন্ন পর্যায়ের ৩০ জন প্রকৌশলী অংশ নেবেন।