ফারুকীসহ বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগের আল্টিমেটাম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীসহ বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ আল্টিমেটাম দিয়েছে জুলাই বিপ্লবের ছাত্র যোদ্ধা নামের মাদ্রাসা শিক্ষার্থীদের একটি সংগঠন।

রবিবার দুপুর ১২টার মধ্যে ফারুকীকে উপদেষ্টার পদ থেকে সরিয়ে দিতে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গঠিত সরকারের বিতর্কিতদের উপদেষ্টা করা হচ্ছে। যা গণ অভ্যুত্থানের স্পিরিট নষ্ট করা হচ্ছে। যাকে যে ভাবে ইচ্ছা সরকার তাকেই উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ফারুকীসহ আওয়ামী লীগের দোষর যে উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে ফারুকীকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া কোনোভাবেই মানবো না। নিজদের মতো রাষ্ট্র পরিচালনার সুযোগ নাই। রাষ্ট্র পরিচালনায় ছাত্র জনতার মতামত নিতে হবে।

বিজ্ঞাপন

চলচ্চিত্র নির্মাতা ফারুকী পদত্যাগের বিষয় বলেন, আমরা উপদেষ্টা পদে ফারুকীকে দেখতে চাই না। অবিলম্বে যদি ফারুকী পদত্যাগ না করে। তাকে উপদেষ্টা পদ থেকে আমরা নামাতে বাধ্য হবো। সে আলেমদের নয়নের মণি আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছিলো। ফারুকী নাট্যমঞ্চের নেতা। অথচ আমরা যদি কোনো আলেমকে নিয়োগের প্রস্তাব দেই তখন তারা নানা যুক্তি দাড় করানো হয়। আজ শুক্রবার আগামী রবিবার ১২টার আগে সরকার যদি কোনো সিদ্ধান্ত না নেয় আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।