ফরিদপুর চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ফরিদপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পিটুনীতে নিহত ওই ব্যক্তির নাম মো. মিল্লাত চৌধুরী (৩১)। তিনি গেরদা গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে।

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনীর শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গেরদায় এক চোরকে ধরে পারবিরক পিটুনী দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। রবিবার সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, নিহত মিল্লাত চৌধুরী নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দায়ে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছ।