কনটেইনার-কার্গো হ্যান্ডলিং: রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

২০২৪ সালে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর, ছবি: বার্তা২৪.কম

২০২৪ সালে রেকর্ড গড়ল চট্টগ্রাম বন্দর, ছবি: বার্তা২৪.কম

২০২৪ সালে চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়া হয়েছে। পুরো বছরজুড়ে ৩ দশমিক ২৭ মিলিয়ন টিইইউস (২০ ফুট হিসেবে) কনটেইনার এবং ১২৩ মিলিয়ন মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং সম্পন্ন করেছে বন্দরটি।

২০২৩ সালের তুলনায় কনটেইনার হ্যান্ডলিংয়ে ৭ দশমিক ৪২ শতাংশ এবং কার্গো হ্যান্ডলিংয়ে ৩ দশমিক ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। তিনি জানান, গত বছর ৩ হাজার ৮৬৭টি জাহাজ হ্যান্ডলিং করেছে বন্দরটি।

রাজস্ব আয় ও উদ্বৃত্তে বড় সাফল্য:

বিজ্ঞাপন

২০২৪ সালে বন্দরের রাজস্ব আয় হয়েছে ৫০৫৫ কোটি ৯৯ লাখ টাকা, যা ২০২৩ সালের তুলনায় ২১ দশমিক ৩৯ শতাংশ বেশি। একই সময়ে রাজস্ব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ২৯৪৮ কোটি ৯৭ লাখ টাকা, যা গত বছরের তুলনায় ৩৭ দশমিক ৬০ শতাংশ বেশি।

রাজস্ব ব্যয়ও কমে এসেছে। ২০২৪ সালে ব্যয় হয়েছে ২১০৭ কোটি ২ লাখ টাকা, যা ২০২৩ সালের তুলনায় ৪ দশমিক ২০ শতাংশ কম।

অতিদাহ্য পণ্য ও কনটেইনার ব্যবস্থাপনা:

চট্টগ্রাম বন্দরের ১৪-১৫ বছর ধরে থাকা অতিদাহ্য সোডিয়াম নাইট্রো ক্লোরাইডবাহী ৪টি কনটেইনার গত ২৭ অক্টোবর নিলামের মাধ্যমে বিডারকে ডেলিভারি দেওয়া হয়েছে। বর্তমানে ১৫২ টিইইউস কনটেইনারের পণ্য ধ্বংসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে শুল্ক বিভাগ ৫৯ টিইইউস কনটেইনারের পণ্য ইতোমধ্যে ধ্বংস করেছে।

বন্দর চেয়ারম্যান জানান, ২০২৪ সালে বহির্নোঙরে জাহাজের গড় অপেক্ষার সময় ১ দিনে নেমে এসেছে, যা বন্দরের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।